• শনিবার, ১০ জুন ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু মোবাইল ঘড়ির সুবিধা বিশ্ব তামাক দিবস উপলক্ষে হাতিয়ায় র্যালী ও আলোচনা সভা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ইলন মাস্ক ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল আবাহনী-মোহামেডান ফাইনাল খেলা দেখতে হেলিকপ্টারে ঢাকা থেকে কুমিল্লায় সালাউদ্দিন নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার অশালীন বক্তব্য, আটক-৩,

ছুটি কাটিয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

আমার নোয়াখালী ডেস্ক
আমার নোয়াখালী ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মে, ২০২৩
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটারই ইংল্যান্ডে উপস্থিত হয়েছেন। যদিও পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে শুক্রবার (৫ মে) তারকা এই অলরাউন্ডার যোগ দিয়েছেন টাইগার শিবিরে।

শুক্রবার বিকেল নাগাদ সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে দলীয় টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে। অবশ্য মূল ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বৃষ্টি বাঁধায় হয়নি আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সেই ম্যাচটি। কোনও বলই গড়ায়নি মাঠে, এমনকি টস পর্যন্তও হয়নি।

একটা সময় বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আগামী ৯ মে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ এবং ১৪ মে হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

আয়ারল্যান্ড এই সিরিজে ৩-০ তে জিতলে সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেইসবুকে আমার নোয়াখালী