• শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু মোবাইল ঘড়ির সুবিধা বিশ্ব তামাক দিবস উপলক্ষে হাতিয়ায় র্যালী ও আলোচনা সভা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ইলন মাস্ক ফ্রিজ কিনে গাড়ি পেলেন যশোরের রতন লাল আবাহনী-মোহামেডান ফাইনাল খেলা দেখতে হেলিকপ্টারে ঢাকা থেকে কুমিল্লায় সালাউদ্দিন নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার অশালীন বক্তব্য, আটক-৩,

নোয়াখালীতে পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ

আমার নোয়াখালী ডেস্ক
আমার নোয়াখালী ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ মার্চ, ২০২০
নোয়াখালী পৌর পার্কে পরিবেশ রক্ষায় পাখিদের অভয়ারণ্য
নোয়াখালী পৌর পার্কে পরিবেশ রক্ষায় পাখিদের অভয়ারণ্য

নোয়াখালীতে পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলতে নোয়াখালী পৌর পার্কের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও পার্ককে পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষে গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে।

নোয়াখালী পৌর পার্কের সৌন্দর্যবর্ধন ও পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষে জেলার অন্যতম বৃহৎ অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘নোয়াখালী পেইজ’ এর উদ্যোগে ‘পরিবেশ রক্ষায় পাখিদের অভয়ারণ্য’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির আওতায় নোয়াখালী পৌর পার্কের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও পার্ককে পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষে গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। ১৭ মার্চ সকালে জেলা প্রশাসক তন্ময় দাস এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বলেন “পাখিদের অভয়ারণ্য হিসেবে নোয়াখালী ছিলো দেশের অন্যতম। হাজার হাজার পাখির কলতানে মুখরিত থাকতো নোয়াখালীর জনপদ। কিন্তু সে সব আজ অনেকটা বিলুপ্তির পথে। নগরায়ন আর শিল্পায়নের পথ ধরে অন্যান্য বড় শহরের মতো এই এলাকাও পাখিদের কলতান মুক্ত হতে শুরু করেছে। এমন সময় নোয়াখালী পেইজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার।”
২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বিভিন্ন জনমুখি কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগে জেলা প্রশাসক সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর তিন জেলায় এক কোটি ফলদ বৃক্ষের চারা বিতরণ, রোপন ও রক্ষণাবেক্ষন কর্মসূচি ‘করি গাছ রোপন’ এর ধারাবাহিকতার ভ‚য়সী প্রশংসা করে এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাগুলির আর্থিক সহযোগিতা কামনা করেন।
সংগঠনের আহŸায়ক তৌহিদুর রহমান মিথুনের সভাপতিত্বে ফারহান ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহŸায়ন মিজান রহমান, আজিম মামুন ও মশিউর রহমান রয়েল।

নোয়াখালীর খবর


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেইসবুকে আমার নোয়াখালী