• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পেমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা দিল ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা ট্রাস্ট সফট বিডি: বাংলাদেশে একটি বিশ্বস্ত আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেরা মোবাইল নির্বাচন করার টিপস ল্যাপটপ কেনার সেরা টিপস ল্যাপটপ কেনার আগে যেসব বিষয় খেয়াল করতে হবে ল্যাপটপ কেনার জন্য ১০টি সেরা টিপস নোয়াখালীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিযুক্ত ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঈদে বার্ডস আইয়ের নান্দনিক সব ডিজাইনের পাঞ্জাবি বেগমগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

বাহরাইনে জুমার নামাজরত অবস্থায় নোয়াখালীর চেরাজুল হকের মৃত্যু

আমার নোয়াখালী ডেস্ক
আমার নোয়াখালী ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মে, ২০২৩

বাহরাইনে জুমার নামাজরত অবস্থায় মুসল্লি নোয়াখালীর সদর উপজেলার চেরাজুল হকের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে জামে মসজিদে জুমার নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃত চেরাজুল হক নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সুরু জামালের ছেলে। তার স্ত্রীসহ ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

শুক্রবার জুমার এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সেজদা দিতে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক অন্য মুসল্লিরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চেরাজুলকে মৃত ঘোষণা করেন। মসজিদেই তার মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মৃত চেরাজুল হকের মেয়ের জামাই মো. সোহেল বলেন, বাবা নামাজী মানুষ ছিলেন। কারও সাথে কোনো ঝামেলা ছিল না। সব সময় হাসিখুশি থাকতেন। ওনার মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

কাদির হানিফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চেরাজুল হক প্রবাসে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন তিনি। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন।

মরদেহ আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন বলেও জানান চেয়ারম্যান রহিম চৌধুরী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেইসবুকে আমার নোয়াখালী