• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় কাটায় যে দেশের মানুষ বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার: মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু নোবিপ্রবির সঙ্গে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর সেনবাগে ভোর রাতে ঘরে ঢুকে স্ত্রী,কন্যা ও শাশুড়িকে কুপিয়ে জখম বেগমগঞ্জ পার্ক থেকে অস্ত্র’সহ কিশোরগ্যাংয়ের ৫সদস্য আটক এইচ এম ইব্রাহিম এমপিকে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গণসংবর্ধনা বেগমগঞ্জে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু  নুর নবী টিপু বিএ (অনার্স) এমএ কে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বেগমগঞ্জবাসী পেমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা দিল ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা ট্রাস্ট সফট বিডি: বাংলাদেশে একটি বিশ্বস্ত আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

মোবাইল ঘড়ির সুবিধা

আমার নোয়াখালী ডেস্ক
আমার নোয়াখালী ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুন, ২০২৩
মোবাইল ঘড়ির সুবিধা

বর্তমানে স্মার্টওয়াচ শুধুমাত্র আজ সময় দেখার কাজেই সীমাবদ্ধ নয় স্মার্টওয়াচ মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযুক্ত করা যায়। স্মার্ট ওয়াচ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে বলে এটি সকলের নিকট এতো জনপ্রিয়। এর বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে, যা একে সকলের নিকট জনপ্রিয় করে তুলেছে। আপনার চাহিদা অনুযায়ী কাংক্ষিত মানের মোবাইল ঘড়ি বিডস্টল.কম থেকে।

• প্রতিটি স্মার্ট ঘড়িতে থাকে স্মার্ট কম্পিউটিং সিস্টেম , যার মাধ্যমে এটিকে মোবাইল ফোনের ন্যায় ব্যবহার করা যায়।

• স্মার্ট ওয়াচ সময় দেখানো ছাড়াও অ্যালার্ম, স্টপওয়াচ এবং টাইমারেরও কাজ করে থাকে।

• বেশিরভাগ স্মার্ট ওয়াচ গুলোতে সোশ্যাল মিডিয়া, এপ্লিকেশন নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি দেখার সুযোগ রয়েছে।

• এতে পেডোমিটার সেন্সর থাকে তা নিয়মিত হাঁটার ব্যাপারে রেকর্ড রাখে।

• অনেক স্মার্ট ওয়াচের মডেলে বিভিন্ন রকমের স্পোর্টস মোড থাকে, যেমন-দৌড়ানো, সুইমিং, ওয়াকিং, যোগ ব্যায়াম ইত্যাদি। যা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য খুবই উপকারী।

• স্মার্টফোনের সাথে সংযুক্ত করলেই এই ওয়াচ হ্যান্ডস-ফ্রি কল করার সুবিধা দিয়ে থাকে।

• স্মার্ট ওয়াচ গুলোতে “Find my phone” নামক একটি ফিচার দেওয়া থাকে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত হারানো ফোনটি খুঁজে পাওয়া যায়।

• অনেক আপগ্রেডেড মডেলের স্মার্ট ওয়াচ গুলোতে ইমার্জেন্সি কল এবং ফল ডিটেকশন (Fall detection) ফাংশন থাকে, যাতে আপনি কোথাও বিপদে পড়লে আপনার আপনজন সাথে সাথে খবর পায়।

• ফিজিক্যাল এক্টিভিটি ট্র্যাকার হিসাবে কাজ করে এটি। এছাড়া জিপিএস ট্র্যাকার হিসাবেও কাজ করে।

• কিছু স্মার্টওয়াচ মডেলে বিল্ট-ইন ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে।

• অনেক ধরনের স্মার্ট ওয়াচে ভয়েস কল সাপোর্ট করে এবং গান শোনা যায় ।

একটি ভালো মানের মোবাইল ঘড়ি কিনতে পারলে উপরোক্ত সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে কিছু কিছু মোবাইল ঘড়িতে এর আরো আধুনিক সুযোগ সুবিধা থাকতে পারে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেইসবুকে আমার নোয়াখালী