সরকারের বিভিন্ন উদ্যোগের পরও দ্রব্যমূল্যের ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। মাছ বাজার থেকে শুরু করে কাঁচা তরকারির বাজার—বেশিরভাগ পণ্যই এখন নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ছাড়াচ্ছে।
এরমধ্যেই সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের কারণে বাজারে অস্বাভাবিক ভাবে বেড়েছে আলুর দাম। নোয়াখালীতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) যৌথ উদ্যোগে ভোক্তাকে জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে এবং আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন থেকে ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করেন তারা।
সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন, নোয়াখালী সরকারি কলেজের সিসিএস সদস্য ইখতার হোসাইন আয়াত, নোয়াখালী সরকারি কলেজ সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে সিসিএস ও সিওয়াইবি এর সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল এর কাছে স্মারকলিপি প্রদান করে।