নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। এ সময় অবৈধভাবে স্থাপিত বিভিন্ন বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
অভিযানের ফলে অবৈধ দোকান উচ্ছেদ হওয়ায় যানজট কমার পাশাপাশি মানুষের ভোগান্তিও কমেছে। তবে এরা যেন বারবার ফিরে আসতে না পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে পাঁচ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। অভিযানে অবৈধভাবে বসা বিভিন্ন বাসের কাউন্টার উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।