নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেনের সহায়তা রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিমে ও ইসলাম মার্কেটের সামনের সড়কের পাশে রেলওয়ের জায়াগায় অবৈধ ভাবে গড়ে উঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেল’সহ স্থায়ী ও অস্থায়ী শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে অভিযানে রেলওয়ের ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে রেলওয়ের চট্রগ্রাম বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মজুমদার, রেলওয়ের কানুনগো, স্টেশন মাষ্টার’সহ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


✍️ মন্তব্য লিখুন