নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদলের উদ্যোগে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা প্রদান
- আপডেট: ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / 129
নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদল, পৌর যুবদল ও থানা যুবদলের উদ্যোগে খাদ্য সহায়তা ঘর পূর্ণনির্মানের জন্য নগদ অর্থ সহায়তা প্রদানকরা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে ১ হাজার পরিবারের মাঝে নোয়াখালী জেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনের নেতৃত্বে বন্যা দূর্গত অসহায় পরিবারের মাঝে চাউল, তেল, আলু, বিস্কুট ও ঘর পূণনির্মানের জন্য আর্থিক সহয়াতা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক জিএস নিজাম উদ্দীন রুবেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সায়েম হোসেন সুমন, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ মাসুদ, সম্পাদক নুর আমিন খান সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।