
chatrodol general secretary Naris Noakhali
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ শনিবার (৭ জুন) সকালে নোয়াখালীর সুবর্ণচরের নিজ গ্রামে ঈদের নামাজ শেষে এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন ও সহযোগীতা কামনা করেন। ভবিষ্যতে যেন সুবর্ণচর ও সদর উপজেলার মানুষের খেদমত করতে পারি, নাছির বলেন, আজকে অনেকেই নেই, যারা কিছু দিন আগেও ছিলেন। তাদেরকে স্মরণ করছি আল্লাহ যেন তাদের বেহেশতবাসী করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব ১ বছর ৩ মাস শেষ করেছি। আমাদের কমিটির সাংগঠনিক দায়িত্ব হচ্ছে দুই বছরের। এ সময়টা খুবই চ্যালেঞ্জিং। বিভিন্ন ষড়যন্ত্র থাকে সংকট থাকে।
তিনি বলেন, আপনাদের সকলের দোয়ার মাধ্যমে যেন এই সময়টুকু সফলতার সাথে শেষ করতে পারি এবং সুবর্ণচর-সদরের আগামীতে যেন খেদমত করতে পারি। সেই জন্য সকলের দোয়া চাই। আমাদের এলাকার অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করবো। আমাদের সদর সুবর্ণচরের অনেকেই অসুস্থ আমি সবার জন্য যথাসাধ্য চেষ্টা করি। কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের স্মরণ করলে আমরা যথাসাধ্য চেষ্টা করব।