নোয়াখালীতে করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে তৎপর রয়েছে সেনা সদস্যরা। শনিবার সকাল থেকে সেনা সদস্যরা জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং, প্রচারপত্র ও সুরক্ষা সামগ্রী বিলি, সড়কে জীবাণুনাশক স্প্রে এবং দোকানপাটের সামনে তিন ফিট দুরত্বে ক্রেতাদের অবস্থানের চিহ্ন আঁকেন।
সকালে সেনাবাহিনীর মেজর কামরুল আহসনের নেতৃত্বে বাণিজ্যিক শহর চৌমুহনী ও জেলা সদরের মাইজদী, সোনাপুর, দত্তেরহাট এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বলেন, মেজর কামরুল আহসান বলেন, আমাদের টহলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অপ্রয়োজনীয় কারণে যাতে জনসমাগম না হয়, যারা বিদেশ থেকে এসেছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকেন না নিশ্চিত করা, লোকজন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে এজন্য বেসামরিক প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমের সমন্বয়ে সামাজিক সচেতনতা সৃস্টি করা।