বাংলাদেশের শ্যুটিং জগতে এক যুগান্তকারী নাম ছিল সৈয়দা সাদিয়া সুলতানা। আজ চিরতরে হারিয়ে গেলেন এই সাবেক তারকা শ্যুটার। চট্টগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাদিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার সতীর্থ শ্যুটার এবং শ্যুটিং ফেডারেশনের এক দায়িত্বশীল কর্মকর্তা।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল দলের ইভেন্টে স্বর্ণপদক জেতেন সাদিয়া সুলতানা। এছাড়াও, কমনওয়েলথ শ্যুটিংয়ে ছিল তার পদক অর্জন। ২০১৩ সালের পর থেকে তিনি শ্যুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন।
ব্যক্তিগত সমস্যায় ও অবসাদের কারণে সাদিয়া বেশ কিছু সময় ধরে সবার নজর থেকে দূরে ছিলেন। কয়েক বছর আগে আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় শিরোনাম হয়ে খবরের আলোতে আসেন তিনি। এরপর তার জীবন ছিল বেশ কষ্টের, সতীর্থ শ্যুটারদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না, এবং একেবারে নিভৃতে জীবন কাটাচ্ছিলেন।
ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তার সতীর্থ শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, “আমরা চট্টগ্রামে শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, সাদিয়া আর নেই। তবে বিস্তারিত জানার জন্য হাসপাতাল গিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করবেন তারা।”
বিসিবির সাবেক পরিচালক এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানিয়েছেন, “বাদ এশা রাত ৮টার দিকে সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এটি চট্টগ্রাম শহরের হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।”