মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য দিন
- আপডেট: ০২:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
- / 25255
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের ঈদুল আজহার সম্ভাব্য দিন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটির ঘোষণা মতে আগামী ১ আগস্ট মধ্যপ্রাচ্যে আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। আর সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১১ আগস্ট।
সাধারণত যেহেতু সৌদি, কাতার, কুয়েত, আমিরাতের ঈদ পালনের পর দিন বাংলাদেশের ঈদ উদযাপন করা হয় সে হিসেবে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে ২ আগস্ট। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ১২ আগস্ট।
এ বিষয়ে আইএসির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত বলেন, এবার চান্দ্র মাস জিলহজের নতুন চাঁদ দেখা নিতে কোন বিতর্ক তৈরি হবে না। এবার আরব বিশ্বের অধিকাংশ দেশ ও ইসলামিক সেন্টার টেলিস্কোপ এবং খালি চোখেই সহজে এবং পরিস্কারভাবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবেন।