ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবারের ঈদের নামাজ নিয়ে সিদ্ধান্ত নিল সরকার

Avatar
আমার নোয়াখালী ডেস্ক
  • আপডেট: ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 2490

এবারের ঈদের নামাজ নিয়ে সিদ্ধান্ত নিল সরকার

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে ঈদুল আজহার নামাজের জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, একইসঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না। মো. আনোয়ার হোসাইন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাতও উন্মুক্ত স্থানে না করে মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে।’ ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এবারের ঈদের নামাজ নিয়ে সিদ্ধান্ত নিল সরকার

আপডেট: ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে ঈদুল আজহার নামাজের জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, একইসঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না। মো. আনোয়ার হোসাইন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাতও উন্মুক্ত স্থানে না করে মসজিদে আদায়ের সিদ্ধান্ত হয়েছে।’ ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।