এইচ এম ইব্রাহিম এমপিকে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গণসংবর্ধনা
- আপডেট: ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 43
নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনের তৃতীয় বারের নির্বাচিত এমপি এইচ এম ইব্রাহিমকে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি এইচ এম ইব্রাহিমকে নোয়াখালীতে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী-১ আসনের চাটখিল বাজারে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ আওয়ামীলীগ নেতাকর্মী সহ হাজার নেতাকর্মী ও সাধারণ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে সোনাইমুড়ি সরকারি কলেজ মাঠে এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের তিন বারের নির্বাচিত এমপি ও প্রধানমন্ত্রীর আস্থাবাজন নবনিযুক্ত জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এই সময় প্রধান অতিথি ইব্রাহিম তার বক্তব্যে বলেন সোনাইমুড়ি পৌরসভা ও উপজেলাকে চাঁদামুক্ত ঘোষণা করেছেন। তিনি পুলিশ প্রশাসন ও ইউএনও কে নির্দেশ দিয়ে বলেন সোনাইমুড়ি উপজেলায় আজ থেকে কোন অটোরিক্সা, সিএনজি কোন চাঁদা নেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু পৌর মেয়র সহ দলীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় হাজার নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা দেন ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।