উপজেলা পরিষদ নির্বাচন: নোয়াখালীর ৩ উপজেলায় চলছে জমজমাট প্রচারণা
- আপডেট: ০২:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / 173
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই চলছে জমজমাট প্রচারণা।
সোমবার প্রতীক পেয়ে শহর-গ্রামের ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ৩ উপজেলার ৩১ প্রার্থী।
জেলার বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার মতো সদর উপজেলায়ও ভোটের উৎসব বিরাজ করছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ভোটারদের দৃষ্টি কাড়ছেন চেয়ারম্যান পদপ্রাথী যুবনেতা মো. নাজিম উদ্দিন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নে সহ¯্রাধিক মোটরসাইকেল নিয়ে করেছেন শোভাযাত্রা। তাঁর প্রচারণায় যোগ হয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে নতুন ভোটারও অংশ নিয়েছেন।
এই উপজেলায় নাজিম উদ্দিনের সঙ্গে প্রতিদ্ব›দ্বীতায় অংশ নিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু ও সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী আরমান। তারাও নিজেদের প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
উল্লেখ্য, নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী’সহ ৩১জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।