শাহরুখ-সালমানের নায়িকা আলিয়া!
- আপডেট: ১০:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / 3255
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন অন্যতম ব্যস্ত তারকা। এখন সকলেই আলিয়াকে নিয়ে কাজ করতে চাইছেন। একের পর এক সিনেমায় কাজ করে চলেচেন তিনি।
বর্তমানে ‘রাজি’, ‘গলি বয়’-এর ‘ব্রহ্মাস্ত্র’, ‘কলঙ্ক’, ‘তখত’ ও ‘সড়ক-২’ সহ একাধিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহেশ ভাট কন্যা আলিয়া। এছাড়াও ধর্মা প্রোডাকশন প্রযোজিত অরুণিমা সিনহার বায়োপিকেও দেখা যাবে ‘স্টুডেস্ট অফ দ্যা ইয়ার’ খ্যাত এই নায়িকাকে।
বলি পাড়া কান পাতলে শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বানসালিও চাইছেন আলিয়াকে নিয়ে কাজ করতে।
সঞ্জয়লীলা বানসালির নিজস্ব প্রযোজনা সংস্থার নতুন সিনেমাতে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ ও সালমান খান জুটিকে। এই দুই খানের বিপরীতেই আলিয়া ভাটকে নায়িকা নেওয়া কথা হয়েছে।
এখনও অবশ্য এই ছবির জন্য সই করেন নি আলিয়া। তবে বানসালির এই ছবিতে কাজ করা একপ্রকার নিশ্চিত।
একাধিক সিনেমা নিয়ে আলিয়া নাকি এতটাই ব্যস্ত, যে রাজামৌলির বিগ বাজেট তেলেগু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া।