
হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তাঁতীদলের সভাপতি জাহেদ খাঁনকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা তাঁতীদল।
শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা তাঁতীদলের যুগ্ন – আহবায়ক মোঃ টুটুল উদ্দিন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার, হয়রানি এবং বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে চর ইশ্বর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি জাহেদ খানের বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ একজন দক্ষ ছাত্রনেতা হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার স্বীকার হয়েছেন।তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং রাজনৈতিকভাবে হয়রানি করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, হাতিয়া উপজেলা শাখা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে বহিস্কৃত চর ইশ্বর ইউনিয়নের সভাপতি জাহেদ খানের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। তাঁতী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জাহেদ খানের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দল তার শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর বলে জানান দলীয় নেতৃত্ব।