নোয়াখালীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন ও বেসরকারী হাসপাতাল এসোসিয়েশনের প্রচারনা
- আপডেট: ০৯:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / 7092
নোয়াখালীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন মাইজদীতে করোনা প্রতিরোধে প্রচারণা চালায়। প্রচারণায় পথচারী লোকজন, ব্যবসায়ী ও বিভিন্ন যান বাহনে থাকা লোকজনের নিকট লিফলেট বিতরণ, হ্যান্ডওয়াশ ও মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
নোয়াখালী ব্যুরো :
নোয়াখালীতে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন ও বেসরকারি হাসপাতাল বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখা ও সদর উপজেলার উদ্যোগে বুধবার দুপুরে জেলা শহর মাইজদী প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে করোনা প্রতিরোধে প্রচারণা চালানো হয়। প্রচারণায় পথচারী লোকজন, ব্যবসায়ী ও বিভিন্ন যান বাহনে থাকা লোকজনের নিকট লিফলেট বিতরণ, হ্যান্ডওয়াশ ও মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন’র নেতৃত্বে এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, নোয়াখালী জেলা বেসরকারি হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি ডা. নোমান, সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, সদর উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ ফিরোজ ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, যুগ্ম সম্পাদক নুর নবী, সংগঠনের উপদেষ্টা মিয়া মোঃ শাহ্জাহান, মাহমুদুর রহমান জাবেদ ও সুবর্ণচর উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান বাহারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
বেসরকারী হাসপাতাল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু জানান, গত ৭ মার্চ থেকে বুধবার ১৮ মার্চ পর্যন্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যেগে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে এবং এই কর্মসূচি অব্যহত থাকবে।