শিরোনাম:
সাধারণ ছুটির নতুন তারিখ ঘোষণা, ঈদে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা
আমার নোয়াখালী ডেস্ক
- আপডেট: ০৬:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / 8894
ফের বাড়ানো হল সাধারণ ছুটি। এবারের ছুটিতে নতুন কিছু নির্দেশনা যুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় দেয়া একটি ঘোষণায় আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি এবারের ঈদে গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেয়ার সাথে সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশও দেয়া হয়েছে।
সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলতি মাস করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বাংলাদেশ। এই অবস্থায় সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে রাখতে পারলে সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকটা কমানো যাবে।