নোয়াখালীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
- আপডেট: ০৭:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / 1744
বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা: নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতা মূলক প্রচার,প্রেসবিফ্রিং ও সেমিনার অনুিষ্ঠত হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধায়নে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে উপজেলা বীর বিক্রম মোজাফফর আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার রহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা , মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, প্রকল্পের সহকারী পরিচালক আবু ছালেক, নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহতাব উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি, উপজেলার বিভাগীয় কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।