শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আমার নোয়াখালী ডেস্ক
- আপডেট: ১১:০২:০৭ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২০
- / 1980
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলমগীর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো.আলমগীর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ ওয়ার্ডের জালাল আহমেদ হাফেজ বাড়ির আব্দুল মালেক’র ছেলে।
শনিবার (১১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আছিম মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত আলমগীর ইলেকট্রিক মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করত। আজ বিকেলে পাশ^বর্তী আছিম মিজির বাড়ির আব্দুল হকের বিল্ডিংয়ের ইলেকট্রিকয়ের কাজ শেষে এলোমেলো যন্ত্রাংশ গোছাতে গিয়ে লিকেজ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।