নোয়াখালীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত
- আপডেট: ০৪:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 2079
নোয়াখালী
নোয়াখালীতে একদিনে নতুন করে ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে ১৫ জন।
এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭১ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের ও সুস্থ হয়েছেন ১৫৫৬ জন। গত চব্বিশ ঘন্টায় স্যাম্পল প্রেরণ করা হয়েছে ১১৮ জনের, ফলাফল-১৩৭ জন। এ যাবৎ মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ১২৯০৬ জন, প্রাপ্ত ফলাফল ১২৬৭১ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-৯৪০ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭৫৬ জন, বেগমজঞ্জ-৭০২জন,চাটখিলে-১৫১জন,সোনাইমুড়ীতে-১৪১জন,কবিরহাটে-২৯১জন,কোম্পানীগঞ্জে-১৬৭ জন, সেনবাগে-১১৫ জন, হাতিয়া-৭১ জন ও সুবর্ণচরে-১৭৭ জনসহ মোট জেলায়- ২৫৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত।