মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’ (ইউএনও) কার্যালয়ের সামনে (ইউএনও)’র স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ নেতাকর্মীদের নাজেহাল করার প্রতিবাদে মানববন্ধন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা
ছাত্রলীগ। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।
ছাত্রলীগের দাবির সাথে সংহতি প্রকাশ করছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং বসুরহাট বাজারের ব্যবসায়ী সংগঠনগুলো।
এ সময় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভিরসহ অনেকে।
বক্তারা ইউএনও’র প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। বক্তারা আরও বলেন, বর্তমানে অভিযুক্ত ওই (ইউএনও) সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা ইউএনওর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার, সকল দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছচারিতার তীব্র প্রতিবাদও নিন্দা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল ও সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ারসহ অনেকে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ দাবি করেন, এসব অভিযোগ সত্য নয়।