মোবাইল ঘড়ির সুবিধা
- আপডেট: ০৫:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / 84
বর্তমানে স্মার্টওয়াচ শুধুমাত্র আজ সময় দেখার কাজেই সীমাবদ্ধ নয় স্মার্টওয়াচ মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযুক্ত করা যায়। স্মার্ট ওয়াচ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে বলে এটি সকলের নিকট এতো জনপ্রিয়। এর বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে, যা একে সকলের নিকট জনপ্রিয় করে তুলেছে। আপনার চাহিদা অনুযায়ী কাংক্ষিত মানের মোবাইল ঘড়ি বিডস্টল.কম থেকে।
• প্রতিটি স্মার্ট ঘড়িতে থাকে স্মার্ট কম্পিউটিং সিস্টেম , যার মাধ্যমে এটিকে মোবাইল ফোনের ন্যায় ব্যবহার করা যায়।
• স্মার্ট ওয়াচ সময় দেখানো ছাড়াও অ্যালার্ম, স্টপওয়াচ এবং টাইমারেরও কাজ করে থাকে।
• বেশিরভাগ স্মার্ট ওয়াচ গুলোতে সোশ্যাল মিডিয়া, এপ্লিকেশন নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি দেখার সুযোগ রয়েছে।
• এতে পেডোমিটার সেন্সর থাকে তা নিয়মিত হাঁটার ব্যাপারে রেকর্ড রাখে।
• অনেক স্মার্ট ওয়াচের মডেলে বিভিন্ন রকমের স্পোর্টস মোড থাকে, যেমন-দৌড়ানো, সুইমিং, ওয়াকিং, যোগ ব্যায়াম ইত্যাদি। যা স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য খুবই উপকারী।
• স্মার্টফোনের সাথে সংযুক্ত করলেই এই ওয়াচ হ্যান্ডস-ফ্রি কল করার সুবিধা দিয়ে থাকে।
• স্মার্ট ওয়াচ গুলোতে “Find my phone” নামক একটি ফিচার দেওয়া থাকে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত হারানো ফোনটি খুঁজে পাওয়া যায়।
• অনেক আপগ্রেডেড মডেলের স্মার্ট ওয়াচ গুলোতে ইমার্জেন্সি কল এবং ফল ডিটেকশন (Fall detection) ফাংশন থাকে, যাতে আপনি কোথাও বিপদে পড়লে আপনার আপনজন সাথে সাথে খবর পায়।
• ফিজিক্যাল এক্টিভিটি ট্র্যাকার হিসাবে কাজ করে এটি। এছাড়া জিপিএস ট্র্যাকার হিসাবেও কাজ করে।
• কিছু স্মার্টওয়াচ মডেলে বিল্ট-ইন ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে।
• অনেক ধরনের স্মার্ট ওয়াচে ভয়েস কল সাপোর্ট করে এবং গান শোনা যায় ।
একটি ভালো মানের মোবাইল ঘড়ি কিনতে পারলে উপরোক্ত সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে কিছু কিছু মোবাইল ঘড়িতে এর আরো আধুনিক সুযোগ সুবিধা থাকতে পারে।