বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা
- আপডেট: ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / 280
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ শুক্রবার (৩১ মে) সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি করেন প্রশাসনের কর্মকর্তারা পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শারমিন আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিজয়া সেন,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ইসমাইল।
এই সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আখিনুর জাহান নীলা, জেলার শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো: জাহাঙ্গীর। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
“তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা তামাক ও ধুমপানের কুফল ও এর ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন।