চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ২৫ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছে।
বনানীতে আগুন লাগার ১ দিন পরেই শনিবার (৩০ মার্চ) গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে।
শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু শংকা রয়েছে।
ইতিমধ্যে সেই খবর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের কানে। এ নিয়ে সরব তিনি। সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন মুশফিকুর। ঘটনার পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি।