উপজেলা পরিষদ নির্বাচন: নোয়াখালীর ৩ উপজেলার ৩১ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ
- আপডেট: ০৩:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / 89
উপজেলা পরিষদ নির্বাচন: নোয়াখালীর ৩ উপজেলার ৩১ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩১জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলার ৩১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নোয়াবুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
উল্লেখ্য, নোয়াখালীর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী’সহ ৩১জন প্রার্থী প্রদ্বিন্ধ¦ীতা করেছেন। আগামী ২৯ মে এই তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতীক পাওয়ার মধ্যদিয়ে প্রার্থীরা শুরু করেছেন আনষ্ঠানিক প্রচার প্রচারণা।