মেননের গাড়িকে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

আমার নোয়াখালী ডেস্ক
  • আপডেট: ১১:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • / 2685

সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। ওই গাড়িতেই ছিলেন তিনি। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান সাবেক এ মন্ত্রী।

শুক্রবার সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে মেননকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তার কোনো ক্ষতি হয়নি।

ওয়ার্কার্স পার্টি থেকে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্টিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়। কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিল না, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না। এ ঘটনায় চালককে আটক করেছে বনানী থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মেননের গাড়িকে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

আপডেট: ১১:০০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯

সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। ওই গাড়িতেই ছিলেন তিনি। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান সাবেক এ মন্ত্রী।

শুক্রবার সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে মেননকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তার কোনো ক্ষতি হয়নি।

ওয়ার্কার্স পার্টি থেকে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্টিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়। কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিল না, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না। এ ঘটনায় চালককে আটক করেছে বনানী থানা পুলিশ।