শিরোনাম:
টাইগারদের ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন
আমার নোয়াখালী ডেস্ক
- আপডেট: ১১:০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / 7222
স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করে ফেলেছে আয়ারল্যান্ড ক্রিকেট ক্লাব। আগামী ৫ মে শুরু হবে তিন জাতির এই লড়াই। ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের আগে টাইগারদের শেষ আন্তর্জাতিক সূচি এটিই। ২ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল। সব ম্যাচ খেলা হবে ডাবলিনে।
আইপিএলের কারণে এই টুর্নামেন্টে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরানদের মতো ক্রিকেটারদের সম্ভবত পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
তবে তাদের দল প্লে অফ থেকে ছিটকে গেল অন্য হিসাব। তবে বাংলাদেশের সাকিব আল হাসান আইপিল ছেড়ে এই সিরিজ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
দেখে নিন সূচি –
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড